আমার গ্রাম । হাসান রুহুল

আমার গ্রাম । হাসান রুহুল

ছড়া-কবিতা নভেম্বর ২০১৮

মায়ের টানে গাঁয়ের পথে
একটুখানি চাওয়া
নদীর বাঁকে শ্যামল ছায়া
পূর্ণ হলো পাওয়া।

পাখির ডাকে মিষ্টি সুরে
ভাঙে আমার ঘুম
ভোরের সতেজ মিষ্টি বাতাস
যায় দিয়ে যায় চুম।

আঁক বাঁকা মেঠো পথে
সারি সারি গাছ
বাড়ির পাশে শালুক বিলে
নাচে হরেক মাছ।

জোছনা রাতে চাঁদের আলো
নানান কারুকাজে
এসব দেখে জোনাকি দল
সাজে আপন সাজে।

সবুজ ঘেরা আমার গ্রাম
মায়ের মতো খাঁটি
ভালোবাসার সবুজ পথে
রঙ ছড়িয়ে হাঁটি।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ