আমাদের গ্রাম

আমাদের গ্রাম

ছড়া-কবিতা আগস্ট ২০১২

শাহনাজ পারভীন..

মধুমতি তীর ঘেষে আমাদের গ্রাম
ছায়া ঘেরা মায়া ঘেরা কাব্যিক নাম।
একে বেঁকে দুই পাশে ছবিটার মত
রাস্তার কোল ঘেষে ফোটে অবিরত
কৃষ্ণচূড়ার থোঁকা জারুলের ফুল;
পাখি ডাকা ভোরে নদী ছাপিয়ে দু’কুল-
তীর ভাঙে- চর গড়ে- সময়ে আবার
জেগে ওঠে- ছবি আঁকে- স্বপ্ন সবার।

স্কুল-কলেজ আর ব্যাংক মাঠ-ঘাট;
বিদ্যুতের আলোতে সে নিখুঁত নিপাট।
আগে ছিল সবকিছু মমতায় ছাওয়া
আমাদের গ্রামে আজ শহরের হাওয়া।
এখন এসেছে গ্রামে বিজলির আলো
আগে তো আঁধার ছিল নিকষ কালো।
বাজারে দোকান পাট আলো ঝলমল
এখন রিকশা ছাড়া পা দুটো অচল।

নদীতে নৌকা চলে ভাটিয়ালী সুর
বুকের মাঝেই থাকে- নয় তো সুদূর!
তবু ফলে এই গ্রামে সোনালী ফসল
আকাশেতে মেঘ করে ঝরে পড়ে জল
শাপলা শালুকে মা’র হাসি রাশি রাশি।
তাই আমাদের গ্রামটাকে খুব ভালবাসি
আমি খুব ভালবাসি..।


                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ