আমাদের খেলাগুলো

আমাদের খেলাগুলো

ছড়া-কবিতা অক্টোবর ২০১২

ফারুক নওয়াজ...
আমাদের ছেলেবেলা ডাংগুলি হাডুডুর
মার্বেল, সাতচারা, কানামাছি, বুড়ি-চুর।
আমাদের খেলা ছিল ছুঁয়োছুঁয়ি, লুকোচুরি
লালঘুড়ি-নীল ঘুড়ি-
কাটাকাটি উড়োউড়ি :
পাঠশালা থেকে ফিরে ঘরে রেখে বই-টই
ছুটোছুটি লুটোলুটি সারাবেলা হইচই
টইটই-টইটই
মাঠে-মাঠে, বনে বনে-
কারণে বা অকারণে;
ডাকে মা যে, খোকা আয়...।
মার ডাক বৃথা যেতো
খেলা ছেড়ে বোকা যায়!

খেলা ছাড়া আর কিছু থাকতো না ভাববার-
ঘরে গেলে পিটুনি বা কানমলা আব্বার।

আমাদের খেলা ছিল ডুবোডুবি পুকুরে
রোদজ্বলা দুপুরে-
চোখ লাল করে শেষে ঘরে ফিরি যখুনি
লাঠি হাতে তেড়ে আসা মা’র কী যে বকুনি।
মা’র বকা কত মধু; বকা নাতো মমতা-
সহজেই খেতে রাজি বিদঘুটে ডমও তা।

আমাদের খেলাধুলো আজ সবই স্মৃতিময়
দলবেঁধে হইচই, দুষ্টুমি প্রীতিময়
নেই কিছু, নেই সেই কানমলা বাবাদের
সেই ছেলে পাওয়া ভার বকা দেবে মা যাদের।

লুকোচুরি, কানামাছি, দাড়িবাঁধা- আহারে...
কোথা গেল সেইসব বলি বলো কাহারে!
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ