আজকে ঈদে

আজকে ঈদে

ছড়া-কবিতা আগস্ট ২০১১

আ. শ. ম. বাবর আলী......

আজকে ঈদে কী যে খুশি
এসো ছুটে সবে,
ধনী-গরিব সবাই মিলে
ঈদ-উৎসব হবে।
পাক রমজান রোজার শেষে
আজকে এলো ঈদ,
শাওয়াল মাসের প্রথম ভোরে
তাই ভেঙেছে নিঁদ।

পড়বো নামাজ এক কাতারে
ঈদগাহেদে যেয়ে,
আনন্দে মন উঠবে ভরে
সবকে কাছে পেয়ে।
দুঃখীদের মন খুশি দিয়ে
আজকে দেব ভরে,
ঈদশিক্ষায় পথ চলবো
সারা জীবন ধরে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ