অনুশীলন

অনুশীলন

অনুশীলন কিশোরকণ্ঠ ডেস্ক মার্চ ২০২৪

প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম।

আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। কারণ- অনুশীলন বিজয়ী বন্ধুর ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সাথে অবশ্যই মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেবে। আল্লাহ হাফিজ।

তোমাদেরই পরিচালক ভাইয়া


মার্চ, ২০২৪ মাসের ছড়া

“হিংসা-দ্বেষ ছড়ায় আগুন

বিনয় আনে সুখ,

তৃপ্তি বেশি সৎ-সততায়

শান্ত করে বুক।”

----------------------------------

নভেম্বর, ২০২৩ মাসের ছড়া

“আমরা যদি জাগতে পারি

জাগবে জগতময়

লক্ষ্য শুধু বিশ্বটাকে 

করতে হবে জয়।”

আমরা যদি জাগতে পারি

পাল্টে যাবে দৃশ্য

জয়ের নিশান উড়িয়ে আবার

হাসবে সারা বিশ্ব।


আমরা যদি জেগে উঠি

আসবে নতুন ভোর

শান্তি সুখের আবেশ নিয়ে

খুলবে নতুন দোর।


আফসানা আফরিন

কয়রা, খুলনা।


আরো যাদের লেখা ভালো হয়েছে-

তাশরিফ আহসান, ডেমরা, ঢাকা; মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী তালহা, সদর, সিলেট; মুহাম্মদ সাইফুল্লাহ হক, শালবন মিস্ত্রীপাড়া, সদর, রংপুর; মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা, ছাতক, সুনামগঞ্জ; হাসান আল মিহাদ, মাইজদী বাজার, নোয়াখালী; সাবিহা নওশীন রিফা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; মো. আবু সাঈদ, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; মীর সোহানুল তাহসিন, সিলেট পলিটেকনিকেল ইন্সটিটিউট, সিলেট; আব্দুল মুমিন, সদর, নীলফামারী; মুনতাহা খন্দকার আনিতা, দক্ষিণ দনিয়া, ঢাকা; মো. তোফাজ্জেল হোসেন, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ; সামিন ইয়াছার মাহি, বনওয়ারীনগর বাজার, পাবনা; আছিয়া কবীর, কালিগঞ্জ, সাতক্ষীরা; মাহমুদুল হাসান, রায়পুরা, নরসিংদী; হাবিবুর বিন আয়জদ্দিন, কালিগঞ্জ, সাতক্ষীরা; আওরংগজেব আকাশ, বেগমগঞ্জ, নোয়াখালী; আমিনুল ইসলাম কাইয়ূম, কামাল প্রতাপ-জমাদ্দার বাড়ি, নড়াইল; আব্দুল্লাহ্ আল শাহারিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম; তৌফিক-ই-ইলাহী, কালীগঞ্জ, ঝিনাইদহ; আফিফ আল-আমিন, সদর, লক্ষ্মীপুর; নাবিহা রহমান, ভিমরুল্লা, চুয়াডাঙ্গা; সাবিহা নওশীন রিফা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম; আরিফুর রহমান আদিব, সদর; নরসিংদী; রাফিজ হাসান, আশাশুনি, সাতক্ষীরা; আব্দুল্লাহ মোহাম্মদ তাহিব, লোহাগাড়া, চট্টগ্রাম, কবিতা মাহবুবা, মীরসরাই, চট্টগ্রাম; তৌফিক-ই-ইলাহী, কালীগঞ্জ, ঝিনাইদহ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ