হিজল ফুলের হাসি

হিজল ফুলের হাসি

ছড়া-কবিতা আগস্ট ২০১৩

শামিল আরাফাত

আমার বাড়ির পুকুর পাড়ে মাছরাঙাটির বাসা
বাসার ভেতর হচ্ছে বড় অনেক বড় আশা
আশা আছে বাঁশের ঝাড়ে ছাতিম গাছের ডালে
ডালে বসে মন পাখিটা হাত রেখেছে গালে।

হাত রেখেছে ফুলের গায়ে প্রজাপতির ডানায়
হরেক রকম রঙের ঝালোর কী আমাকে জানায়
জানতে আমি গোপন কথা চিনতে অচিন দেশ
পাতার সবুজ গায়ে মেখে ছুটছি নিরুদ্দেশ।

নিরুদ্দেশে যাত্রা করি জোনাক পোকার সাথে
জোসনা জলে ভেসে বেড়াই মধ্য আশিন রাতে
রাতের কোলে জলের নাচন জ্বলছে চাঁদের আলোয়
চাঁদের আলো হাতটি রাখে রাতের দিঘল কালোয়।

কালো জলের বুকের উপর হিজল ফুলের হাসি
দেখতে হলে আসতে হবে এই পুকুরের পাশি
আসবে যদি ছাতিম ফুলের গন্ধ নিয়ে যেও
আমি দেবো পাতার নোলক দামি সোনার চেও।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ