ঈদ

ঈদ

গল্প আগস্ট ২০১৩

শাহিনা আক্তার

ঈদের দিনে একটি শিশু
জামা জুতা পায়
একই দিনে আরেক শিশু
থাকে উদোম গায়।
একটি শিশু কোরমা পোলাও
ফিরনি পায়েস খায়
অপর শিশু ভাতের জন্য
এ-ঘর ও-ঘর যায়।

আকাশ হাসে
আমিনুল ইসলাম মামুন

চাঁদনী ঠোঁটে আকাশ হাসে
ঢালে খুশির বৃষ্টি
ঈদ এসেছে সেই খুশিতে
যায় ভেসে যায় দৃষ্টি।
দৃষ্টি ভাসে ঈদগাহে ওই
মেঠো পথটি জুড়ে
বুকের ভেতর খুশির পাখি
পাখনা মেলে উড়্ ে
লক্ষ রঙে পাখনাগুলো
ছড়ায় খুশির বৃষ্টি
বুকের ভেতর আনন্দেরই
রেখা হলো সৃষ্টি।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ