
হেমন্তের ছড়া
কবিতা শরিফ আহমাদ নভেম্বর ২০২০
আঁকা বাঁকা মেঠো পথে চলো যাবে আমার গাঁয়ে হেমন্তের শীতল হাওয়ায় শিশির কণার পরশ পায়ে। সারি সারি খেজুর গাছে মাটির হাঁড়ির রস খাওয়া মন ভরে যায় সেই রসে হৈম ঋতুর গান গাওয়া। রাত জেগে মায়ের হাতের পিঠা খাওয়ার ধুম সেই খুশিতে কারো চোখে নেই তো কোনো ঘুম। সুন্দরের লীলা ভূমি প্রভুর হাতে গড়া সেই কারণে লিখতে পারি হেমন্তের ছড়া।
আরও পড়ুন...