
হাসির বাকসো
হাসির বাকসো জুলাই ২০২০
বিদ্যুৎ অফিসের সামনে চায়ের দোকানে কলা ঝুলিয়ে রেখেছে বিক্রির জন্য! বিদ্যুৎ অফিসের এক প্রকৌশলী চা খাওয়ার সময় জিজ্ঞেস করলেন কলার দাম কত? দোকানদার : কী কাজে কলা ব্যবহার করবেন তার ওপর নির্ভর করে কলার দাম! প্রকৌশলী : মানে কী? দোকানদার : যদি কোন মিলাদ বা ধর্মীয় কাজে নেন তাহলে দুই টাকা পিস, যদি রোগীর জন্য নেন তাহলে ৩ টাকা পিস, আর যদি নিজে খাওয়ার জন্য নেন তবে ৫ টাকা পিস! প্রকৌশলী : ইয়ার্কি কর, একই কলার দাম বিভিন্ন হয়? দোকানদার : একই খুঁটি হতে বিদ্যুৎ বাসায় গেলে একদর, দোকানে গেলে আরেক দর, কারখানায় গেলে আরেক দর। তাহলে আমার কলা কী দোষ করলো? আব্দুল বাসিত বড়দেশ, কানাইঘাট, সিলেট দুই পাগলের মধ্যে কথোপকথন- ১ম পাগল : বলতো রাতে সূর্য ওঠে না কেন? ২য় পাগল : দূর বোকা! রাতে তো সূর্য ঠিকই ওঠে কিন্তু অন্ধকারে আমরা তা দেখতে পাই না। রুহুল আমিন খান হোসেনপুর, কিশোরগঞ্জ ক্লাসে শিক্ষক-ছাত্রের কথোপকথন- শিক্ষক : গতকাল খবরে দেখলাম একজন লোক বিশ হালি ডিম খেয়েছে! ছাত্র : স্যার! এটা তো সহজ। গতকাল আমিও কয়েক হাজার ডিম এক সাথে খেয়েছি! শিক্ষক : বলিস কী! ঐগুলো কিসের ডিম ছিল? ছাত্র : মাছের ডিম। মো: মাহফুজ রুমান খান হোসেনপুর, কিশোরগঞ্জ
আরও পড়ুন...