
হাসির বাকসো
হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক আগস্ট ২০২৩
রোগী ও ডাক্তারের মধ্যে কথোপকথন-
রোগী : ডাক্তার সাহেব, রাতে ঘুমালেই স্বপ্ন দেখি আমি ফুটবল খেলছি।
ডাক্তার : হুম ঠিক আছে ওষুধ দিচ্ছি আজ রাত থেকেই খাওয়া শুরু করুন।
রোগী : ডাক্তার সাহেব, কাল থেকে খেলে হয় না?
ডাক্তার : কেন?
রোগী : ইয়ে, না মানে গত রাতে সেমিফাইনাল জিতেছি, আজ ফাইনাল।
উজাইর মারুফ
চুনতি, লোহাগাড়া, চট্টগ্রাম
নৈশপ্রহরী হিসেবে একজন চাকরি প্রত্যাশীর সাক্ষাৎকার নিচ্ছেন চাকরিদাতা-
চাকরিদাতা : তো আপনার আসতে দেরি হলো কেন?
চাকরিপ্রার্থী : রাতে ঘুমটা ভালো হয়নি স্যার, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল।
চাকরিদাতা : বেশ, নাইটগার্ড হিসেবে আপনার বিশেষ যোগ্যতা কী?
চাকরিপ্রার্থী : স্যার আমি অল্প গোলমালেই জেগে উঠতে পারি।
তাসলিমা আক্তার মাহি
হারবাং, চকরিয়া, কক্সবাজার
মেস সদস্য এবং খালার (কাজের বুয়া) মধ্যে কথা হচ্ছে-
মেস সদস্য : খালা, ‘মাছ ধুয়ে রান্না করেন না?’
খালা পান খাওয়া দাঁতগুলা বের করে হাসি দিয়ে বললো : ‘মাছ তো পানিতেই থাকে, আবার ধোয়ার কী দরকার!’
আরমান হোসাইন
চরকাউনিয়া, সদর, নোয়াখালী
ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথোপকথন-
ক্রেতা : দোকানের ডিমগুলো কার?
বিক্রেতা : আমার।
ক্রেতা : তাহলে অন্য দোকানে যাই।
বিক্রেতা : কেন?
ক্রেতা : আম্মু বলেছেন মুরগির ডিম নিতে, কিন্তু এগুলা তো আপনার ডিম।
আব্দুল্লাহ আল হাসান
মনসুরিয়া, কানাইঘাট, সিলেট
দুই বন্ধুর মাঝে কথোপকথন :
প্রথম বন্ধু : শুনলাম তুই নাকি চাকরি পেয়েছিস? তা কোথায়?
দ্বিতীয় বন্ধু : পোলার আইসক্রিমের কারখানায়। তুই কোথায় চাকরি পেয়েছিস?
প্রথম বন্ধু : মাইয়ার আইসক্রিমের কারখানায়!
দ্বিতীয় বন্ধু : ধ্যাৎ ব্যাটা! মাইয়ার আইসক্রিমের কারখানা আছে নাকি!
প্রথম বন্ধু : তোরটা পোলার আইসক্রিমের কারখানা হলে আমারটা মাইয়ার আইসক্রিমের কারখানা হবে না কেন!?
জুবাইর আল হাদী
নেছারাবাদ, ঝালকাঠি
বসে বসে মশা তাড়াতে তাড়াতে দুই বন্ধুর কথোপকথন:
১ম বন্ধু : তুই খালি যেই মশা তোকে কামড় দেয়নি সেগুলোকে মারছিস, আর যেগুলো কামড় দিচ্ছে সেগুলোকে তাড়িয়ে দিচ্ছিস, কেন?
২য় বন্ধু : বুঝিস না, যেগুলো আমাকে কামড় দিচ্ছে না ওরা তো আমার কিছু হয় না। কিন্তু যেগুলো আমাকে কামড় দিচ্ছে সেগুলোর শরীরে তো একফোঁটা হলেও আমার রক্ত আছে, তাই ওরা আমার রক্ত সম্পর্কের আত্মীয়। আর রক্ত সম্পর্কের আত্মীয়কে মেরে ফেলা যায়?
ফাদিহা বিনতে আমিন
বসুপাড়া, খুলনা
আরও পড়ুন...