
হাসির বাকসো
হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক জুন ২০২৩
দুই বন্ধুর মাঝে কথোপকথন :
প্রথম বন্ধু : শুনলাম তুই নাকি চাকরি পেয়েছিস? তা কোথায়?
দ্বিতীয় বন্ধু : পোলার আইসক্রিমের কারখানায়। তুই কোথায় চাকরি পেয়েছিস?
প্রথম বন্ধু : মাইয়ার আইসক্রিমের কারখানায়!
দ্বিতীয় বন্ধু : ধ্যাৎ ব্যাটা! মাইয়ার আইসক্রিমের কারখানা আছে নাকি!
প্রথম বন্ধু : তোরটা পোলার আইসক্রিমের কারখানা হলে আমারটা মাইয়ার আইসক্রিমের কারখানা হবে না কেন!?
জুবাইর আল হাদী
নেছারাবাদ, ঝালকাঠি
বসে বসে মশা তাড়াতে তাড়াতে দুই বন্ধুর কথোপকথন:
১ম বন্ধু : তুই খালি যেই মশা তোকে কামড় দেয়নি সেগুলোকে মারছিস, আর যেগুলো কামড় দিচ্ছে সেগুলোকে তাড়িয়ে দিচ্ছিস, কেন?
২য় বন্ধু : বুঝিস না, যেগুলো আমাকে কামড় দিচ্ছে না ওরা তো আমার কিছু হয় না। কিন্তু যেগুলো আমাকে কামড় দিচ্ছে সেগুলোর শরীরে তো একফোঁটা হলেও আমার রক্ত আছে, তাই ওরা আমার রক্ত সম্পর্কের আত্মীয়। আর রক্ত সম্পর্কের আত্মীয়কে মেরে ফেলা যায়?
ফাদিহা বিনতে আমিন
বসুপাড়া, খুলনা
আরও পড়ুন...