
হাসির বাকসো
হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক মে ২০২৩
বাড়িতে মেহমান এলো। মেহমান অ্যাপায়ন করা হলো। এক পর্যায়ে...
মেহমান : তোমার ভবিষ্যৎ প্ল্যান কী?
মিতুল : আপনি চলে গেলে বিস্কুটগুলো খাবো, ফল আর কোক তো আপনিই খেয়ে ফেললেন!
আবুল ফাতাহ আবরার আলাভী
তানজিমুল উম্মাহ মাদরাসা, ফেনী
রোগী ও ডাক্তারের মধ্যে কথোপকথন-
রোগী : ডাক্তার সাহেব, আমার তিনটি কঠিন রোগ হয়েছে।
ডাক্তার : কী হয়েছে আপনার?
রোগী : আমি ঘুমোলে চোখে দেখি না, হাঁটলে এক পা এগিয়ে যায় আর ভাত খেলে হাত মুখে ঢুকে যায়। এর জন্য আমাকে ঔষধ দিন।
ডাক্তার : ওহ, আচ্ছা। আপনার সমস্যাটা খুবই গুরুতর। এই নিন এই ঔষধটা ঘুমানোর আধা ঘণ্টা পর এক চামচ আর ঘুম থেকে জাগার আধা ঘণ্টা আগে এক চামচ পান করবেন। আশা করি, রোগ ভালো হয়ে যাবে।
এবাদুর রহমান
নবীগঞ্জ, হবিগঞ্জ
পিঠা উৎসব নিয়ে দুই বন্ধুর মাঝে কথোপকথন-
১ম বন্ধু : কিরে বন্ধু, পিঠা উৎসবে তুই কোন পিঠা নিয়ে যাবি?
২য় বন্ধু : আমি জামাই পিঠা নিয়ে যাবো। তুই কী পিঠা নিবি?
১ম বন্ধু : বৌমা পিঠা।
২য় বন্ধু : ধুর, সেটা আবার কোনো পিঠা নাকি?
১ম বন্ধু : কেনরে? তুই জামাই পিঠা নিলে আমি বৌমা পিঠা নিতে পারবো না কেন?
নুসরাত জাহান বুশরা
দৌলতপুর, খুলনা
আরও পড়ুন...