মনে পড়ে মাকে
কবিতা শেখ বিপ্লব হোসেন মে ২০২৪
রংবেরঙের এই শহরে
চোখ ধাঁধানো কাজ,
পরিপাটি অট্টালিকা
ভাল্লাগে না আজ।
খুব সকালে দূর্বা ঘাসে
হয় না হাঁটা আর,
পাই না পরশ কত যে কাল
হিমেল হাওয়াটার।
ছেলেবেলার বন্ধু সকল
চেনা রাস্তা সেই,
সব হারিয়ে এই শহরে
মন ভালো যে নেই।
কেমন আছে শিউলি-গোলাপ
রক্তজবা-জুঁই,
মটরশুঁটি, শস্যভরা
দিগন্ত ছুঁই ছুঁই!
মাকে ছেড়ে এই শহরে
কেমন করে রই?
মা যে আমার দুঃখ-সুখে
আনন্দ হই চই।
আয় কে যাবি সবুজ শ্যামল
আমার ছোট্ট গাঁয়,
প্রাণ জুড়ানো হিজল বনের
মিষ্টি নরম ছায়।
আরও পড়ুন...