
মধু মাসের কাব্য
ছড়া-কবিতা নোমান মুশাররফ মে ২০২৩
বোশেখ শেষে জ্যৈষ্ঠ এলো
পাকলো গাছে আম,
ঝড়ের সাথে রুধির ধারা
বিষ্টি অবিরাম।
মধু মাসের মধুর সুবাস
ফল ফলাদির মেলা
লিচুর থোকায় রঙের বাহার
মেঘ বিষ্টির খেলা।
গাছে গাছে কাঁঠাল পাকে
সুবাস ভরা গ্রাম
সবুজ পাতার ফাঁক গলিয়ে
রঙিন কালো জাম।
সোনা রঙের আউশ ক্ষেতে
নাচে দোয়েল ফিঙে
মাচা ভরা সবুজ পাতায়
দুধকুশি আর ঝিঙে।
ক্ষেতের মাঝে ভাটিয়ালি
ঘাস নিড়ানোর ছলে
ধানের মায়ায় মেঘের ছায়ায়
কিষাণ মাঠে চলে।
আরও পড়ুন...