
বিশ্বের সেরা মহামানব
ছড়া-কবিতা হাসান আলীম সেপ্টেম্বর ২০২৩
বিশ্বের সেরা মহামানব নূর নবীজি হজরত মুহাম্মদ,
ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সবার প্রেমাস্পদ।
সব সৃষ্টির মধ্যে তিনি একমাত্র আদর্শ,
সব সৃষ্টির জন্য তিনি রহমতের মহাকর্ষ।
কুল মখলুক, তারই জন্য দিল-দরদি, দিল-কাবাব-
তিনি সৃষ্টির সেরা সুন্দর, পূত-পবিত্র, লা-জওয়াব।
কেবল মুসলমানের নবী নন তো, তিনি সকল সৃষ্টির নবী,
মহা বিশ্বের বিস্ময় তিনি, তার গরিমা গাইছে কবি।
তিনি আলোর আলোক-কেন্দ্র
তিনি নূরে-নূরুল্লাহ,
তার নূরেতে জগৎ আলো, তিনি প্রিয় হাবিবুল্লাহ।
রাহমাতুল্লিল আলামিন, জগৎ সবের করুণা-নিধি,
তিনিই খোদার শ্রেষ্ঠতম নির্বাচিত প্রতিনিধি।
আরও পড়ুন...