ডাকছে সমুদ্দুর

ডাকছে সমুদ্দুর

ছড়া-কবিতা কামাল হোসাইন নভেম্বর ২০২৩

অনেক করে ডাকছিল আয়, সমুদ্দুর
ভেতর ভেতর বাজছিল তাই মন নূপুর
মানছিল না কোনোই বাধা, থোড়াই কাজ
ছুটে এলাম কক্সবাজারে তাই তো আজ।

হিমছড়িতে হিমের ছড়া জুড়ায় মন
ঢেউ ছড়ানো জলেই নাচে হৃদয় কোণ
ইনানি বিচ জাপটে ধরে চোখের পাশ
সমুদ্র কি আনবে ডেকে সর্বনাশ!

যতই দেখি মন ভরে না, সামনে যাই
নতুন করে ছড়ায় মনে কী রোশনাই
অথই পানি সৈকতে নেই পাড় বুঝি
দৃষ্টি হারায় দিগন্তে মেঘ-ষাঁড় খুঁজি!

ভাবছি যখন, আর না এখন যাই গো ঘর
সাগর বলে, তুমি বেজায় স্বার্থপর!
বুকের ভেতর উন্মাদনার ঢেউ জাগে
ছলাৎ ছলাৎ যাই ছুটে তাও কোন রাগে!

ভয়জাগানো সৌন্দর্যের মুগ্ধতায়
ডাকছে আবার সমুদ্র-বিচ আয়রে আয়।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ