
ঝাঁপি থেকে
ঝাঁপি থেকে এপ্রিল ২০২০
কিশোরকণ্ঠে সাধারণ জ্ঞানের একটি বিভাগ চালু করার জন্য অনুরোধ করছি। তাতে কিশোররা সমসাময়িক বিষয় সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ। - খুব সুন্দর পরামর্শ। ধন্যবাদ আহমেদ মারুফ নাঙ্গলকোট, কুমিল্লা কিশোরকণ্ঠের আগামী সংখ্যায় পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করলে ভালো হয়। - দেখা যাক। সালমান মাহদী সারপটি, চৌদ্দগ্রাম, কুমিল্লা এ বছর ২০২০ "জাতীয় পাঠ প্রতিযোগিতা" হবে কি? কোন মাসে হবে বলবেন? - পরে জানানো হবে, ইনশাআল্লাহ। দুর্জয় দত্ত প্রহর সদর, মৌলভীবাজার কিশোরকণ্ঠে প্রতি মাসে ছোট্ট একটি সূরা বা একটি আয়াত এবং একটি হাদিস অনুবাদসহ রাখা হোক ইনশাআল্লাহ। - প্রতি সংখ্যায় হাদিস-কুরআনের বিষয় তো থাকেই ভাইয়া। আল মাহমুদ জিয়ানগর, পিরোজপুর
আরও পড়ুন...