ঝাঁপি থেকে
ঝাঁপি থেকে নভেম্বর ২০১৯
একটা বিভাগ খোলা হোক যেখানে প্রতি মাসে ১০টি করে সাধারণ জ্ঞান ও তার উত্তর থাকবে। - তোমার সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। হাবিবুর রহমান, দেওয়ানগঞ্জ, জামালপুর
গল্প বা কবিতা ইমেইলে সরাসরি পাঠাবো নাকি ওয়ার্ড ডুকুমেন্টে পাঠাবো? - ইমেইলে পাঠাও। আল আমীন হোসেন তানভীর, তেওয়ারীগঞ্জ, লক্ষ্মীপুর
আমি এখন থেকে কিশোরকণ্ঠে নিয়মিত কবিতা লিখব, ইনশাআল্লাহ। কিভাবে পাঠালে গ্রহণযোগ্য হবে, তা জানালে খুশি হব। - ভালো লেখা হলেই গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। ইয়াছিন আরাফাত, ডিমলা, নীলফামারী
কবিতা বা গল্প কয় মাস আগে পাঠানো লাগে? আর ছড়া ও কবিতার জন্য সর্বোচ্চ কয় লাইন পাঠানো যাবে? গল্পের জন্যও কয় শব্দের মধ্যে পাঠানো লাগবে? - যেকোনো সময় লেখা পাঠানো যায়। লেখা যত ছোট করা যায় সে বিষয়ে খেয়াল রাখলে ভালো হয়। এ আর সজিব উদ্দিন, মান্দারী, সদর লক্ষ্মীপুর
শব্দধাঁধা ও বলতে পারো এর উত্তর দিতে আলাদা সফটওয়্যার তৈরি করলে ভালো হতো। - এটার কি কোন দরকার আছে? মো: সাবেত হাসান, লক্ষ্মীপুর, ভবানীগঞ্জ
আরও পড়ুন...