
ঝাঁপি থেকে
ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক আগস্ট ২০২৩
আমরা কি কার্টুন গল্প দিতে পারব?
রাকিবুল ইসলাম
কুঁচিয়ামোড়া, পাবনা।
- পারবে না কেন? পাঠিয়ে দাও।
কিশোরকণ্ঠে বলতে পারো ও শব্দধাঁধায় যারা একবার পুরস্কার পেয়েছে তাদেরকে পরবর্তীতে যেন পুরস্কার না দেওয়া হয়। নতুনদেরকে সুযোগ করে দেন। আমার কথাগুলো বিবেচনা করলে অনেক উপকৃত হতাম।
শাওন সরকার সাজিদ
জুম্মাপাড়া, রংপুর
- হ্যাঁ, আমরা এমনটি করে থাকি। আলহামদুলিল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ।
শব্দধাঁধা আর বলতে পারোতে যে প্রথম ৫ জনকে পুরস্কৃত করা হয়; সেটা কি লটারির মাধ্যমে হয়?
রাকাঈদ ইসলাম
কুঁচিয়ামোড়া, পাবনা
- হ্যাঁ। অনেক ধন্যবাদ প্রিয়।
আরও পড়ুন...