ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক জুন ২০২৩

প্রতিটি বিভাগে লেখা পাঠিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য জনক হলেও সত্য, আমার কোনো লেখা আজ পর্যন্ত কিশোরকণ্ঠে ছাপা হয়নি। অনুশীলন বিভাগেও লেখা দিয়েছিলাম নভেম্বর ২০২২-এ। কিন্তু আমার নাম আসেনি। 

যায়েদ মোন্তাফিজ

কুমারখালী, কুষ্টিয়া।

- লেখা ভালো হলে ছাপা হয় ইনশাআল্লাহ। লেখা মেইলে দেওয়ার চেষ্টা করো।


২০২৩ সালে কি রংতুলির প্রতিযোগিতা হবে? জানালে উপকৃত হতাম।

রাকিবুল ইসলাম

আতাইকুলা, পাবনা সদর, পাবনা।

- তোমার পরামর্শ বিবেচনায় নেওয়া হবে। এ বছর কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা ও সায়েন্স ফিকশন লেখা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। কিশোরকণ্ঠে দৃষ্টি রাখো। এ সব প্রতিযোগিতায় নিজে অংশ নাও, অন্যকেও অংশ নিতে বলো।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ