ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে কিশোরকণ্ঠ ডেস্ক এপ্রিল ২০২৩

কিশোরকণ্ঠে দেশ মহাদেশ সম্পর্কে বর্তমানে কোনো লেখা দেখছি না। আগামী সংখ্যা থেকে ছাপালে ভালো হতো।

- এটা অনেক বছর চলেছে। একটু দেরিতে আবার দেওয়া হবে ইনশাআল্লাহ।

আজহারুল ইসলাম সাইফ

বিনোদপুর, সদর, নোয়াখালী 


কিশোরকণ্ঠ নিয়মিত সংখ্যায় ‘স্মৃতিকথা’ নামক একটি বিভাগ করা যায় না?

- আগে ছিল। আবার চালু হবে ইনশাআল্লাহ।

মুহা. আব্দুল আজিজ সালেহী

ফরিদগঞ্জ, চাঁদপুর 


কিশোরকণ্ঠ (প্রতি সংখ্যা) যদি আরও একটু বেশি পৃষ্ঠার করা হতো, তাহলে অনেক ভালো হতো। এতে পাঠকরা একটু বেশি পড়তে পারত!

- এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না ভাইয়া। অনেক ধন্যবাদ।

ইয়াজ উদ্দিন হাবিব 

কেশবপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ


হাসির বাকসো ২ পৃষ্ঠায় ১০টি করে কৌতুক ছাপলে উপকৃত হতাম।

- তোমরা হাসির বাক্সে বেশি বেশি  ভালো লেখা দিলে সেটা তো সহজেই হয়ে যায়।

রিহান ইউসুফ 

শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ফেনী

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ