কিশোরকণ্ঠ সায়েন্স ফিকশন লেখা প্রতিযোগিতা ‘কিশোরকণ্ঠ বিজ্ঞান ভাবনা’

কিশোরকণ্ঠ সায়েন্স ফিকশন লেখা প্রতিযোগিতা ‘কিশোরকণ্ঠ বিজ্ঞান ভাবনা’

প্রচ্ছদ রচনা কিশোরকণ্ঠ ডেস্ক আগস্ট ২০২৩

কিশোরকণ্ঠ সায়েন্স ফিকশন লেখা প্রতিযোগিতা
‘কিশোরকণ্ঠ বিজ্ঞান ভাবনা’

প্রিয় বন্ধুরা! আশাকরি মহান আল্লাহর রহমতে ভালো আছো। প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে আমরা এগিয়ে চলেছি দুর্বার গতিতে। কিশোরদের মাঝে জন্মেছে অজানাকে জানার আগ্রহ। বিজ্ঞান আর প্রযুক্তির উৎকর্ষতা কল্পনার রাজ্যে জায়গা করে নিচ্ছে বিজ্ঞানমনস্ক অসংখ্য তরুণদের। তাই কিশোরদের বিজ্ঞান ভাবনার জগৎকে প্রসারিত করার লক্ষ্যে দেশের সর্বাধিক প্রচারিত শিশু-কিশোর মাসিক পত্রিকা নতুন কিশোরকণ্ঠ প্রথমবারের মতো কিশোরকণ্ঠ সায়েন্স ফিকশন লেখা প্রতিযোগিতা ‘কিশোরকণ্ঠ বিজ্ঞান ভাবনা’ আয়োজন করতে যাচ্ছে। আগ্রহী তরুণ লেখকদের কাছ থেকে তাদের মৌলিক ও সৃজনশীল সায়েন্স ফিকশন নিম্নোক্ত নিয়মানুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে পাঠানোর আহবান করা যাচ্ছে।

নিয়মাবলি :
১. নবম থেকে মাস্টার্স শ্রেণিতে অধ্যয়নরত যেকোনো শিক্ষার্থী লেখা পাঠাতে পারবে।
২. লেখা অবশ্যই মৌলিক এবং বাংলা ভাষায় রচিত হতে হবে।
৩. ইতিপূর্বে দেশী/বিদেশী যেকোনো পত্রিকা, অনলাইন (যেমন : ফেসবুক, ওয়েবম্যাগ, ব্লগ) বা বইয়ে প্রকাশিত অথবা অনুবাদ লেখা এই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।
৪. লেখাটি অবশ্যই ৩০০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।
৫. একজন একাধিক লেখা জমা দিতে পারবে, তবে একজন ব্যক্তির একটি লেখাই পুরস্কারের জন্য মনোনীত হবে।
৬. লেখার সাথে অবশ্যই নিজের নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।
৭. [email protected] এই ই-মেইলে, অথবা @natunkishorkantha লেখা পাঠাতে হবে।
বিষয়ের ঘরে ‘কিশোরকণ্ঠ বিজ্ঞান ভাবনা’ লিখতে হবে।
৮. মোট ৫ জনকে পুরস্কৃত করা হবে।


পুরস্কার
পরিমাণ
প্রথম পুরস্কার
১৫,০০০ (পনের হাজার) টাকার শিক্ষাবৃত্তি
দ্বিতীয় পুরস্কার
১০০০০ (দশ হাজার) টাকার শিক্ষাবৃত্তি
তৃতীয় পুরস্কার
৮০০০ (আট হাজার) টাকার শিক্ষাবৃত্তি
চতুর্থ পুরস্কার
৬০০০ (ছয় হাজার) টাকার শিক্ষাবৃত্তি
পঞ্চম পুরস্কার
৫০০০ (পাঁচ হাজার) টাকার শিক্ষাবৃত্তি

এছাড়াও প্রত্যেক বিজয়ীকে মূল্যবান বই, ক্যাম্পাস ব্যাগ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।

৯. পুরস্কারপ্রাপ্ত লেখাগুলো কিশোরকণ্ঠে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। এছাড়া বিচারকমন্ডলী কর্তৃক মনোনীত আরও ১০ জন প্রতিযোগীর সেরা দশটি লেখাও ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।
১০. যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ