
তোমাদের ছড়া কবিতা
কবিতা কিশোরকণ্ঠ ডেস্ক এপ্রিল ২০২৩
ঈদের খুশি
ফরিদ আহমদ ফরাজী
ঈদের খুশি চাঁদের হাটে
নাকি সূরুজ নামার পাটে
সাদা মেঘের পাঁচিল ঘেঁষে
ঈদের খুশি উঠছে হেসে।
ঈদের খুশি নীলের দেশে
সোনার চিকন হারের বেশে
উঠছে হেসে সুবাস মেখে
ঈদের খুশি আমায় দেখে।
ঈদের খুশি নদীর বাঁকে
উড়ছে পাখি ঝাঁকে ঝাঁকে
তীরে তীরে কাশের মেলা
ঈদের খুশি করছে খেলা।
ঈদের খুশি প্রজাপতি
রঙ মাখানো হীরা মতি
সাঁঝের বেলা করছে খেলা
ঈদের দিনে মৌয়ের মেলা।
ঈদের খুশি দেখতে কেমন?
লাল টুকটুক জামা যেমন
খুশির জোয়ার বইছে গাঁয়
নেই ভেদাভেদ আয়রে আয়।
ঈদ
আব্দুল্লাহ মোহাম্মদ তাহিব
বছর ঘুরে সিয়াম শেষে
আসল খুশির ঈদ
বইবে সবে সুখের জোয়ার
ভাঙবে যত নিদ।
ঈদ এসেছে বার্তা নিয়ে
সাম্য সম্প্রীতির
হিংসা বিদ্বেষ দূর হয়ে যাক
কাটুক সকল তিমির।
ঈদের খুশি যাক ছড়িয়ে
সকল হৃদয় মনে
শান্তি আসুক ঘরে ঘরে
ঈদের শুভক্ষণে।
মান অভিমান দূর হয়ে যাক
সকল বিভেদ ভুলে
মহান প্রভু খুশি হয়ে
দিবেন রহম ঢেলে।
ঈদের খুশির ভাগ
আলমগীর কবির
আকাশ জুড়ে কত আলো
মেঘের গালে টোল,
স্বপ্ন যত মন আঙিনায়
দোল খেয়ে যায় দোল।
কারো সাথে আজকে আমার
নেই অভিমান রাগ,
ঈদের খুশি সবার মাঝে
ভাগ করেছি ভাগ।
নতুন জামা পেয়ে খুশি
বোন হয়েছে বোন,
ডানা মেলা পাখি যেন
মন হয়েছে মন।
সেই পাখিটা বুকের ভেতর
সুর তুলেছে সুর,
ঈদের খুশি সব ব্যবধান
দূর করেছে দূর।
আরও পড়ুন...