ঈদুল আজহা

ঈদুল আজহা

আমাদের কথা কিশোরকণ্ঠ ডেস্ক জুন ২০২৪

প্রাণপ্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম। 

তোমরা আমাদের প্রাণঢালা ফুলেল শুভেচ্ছাসহ ঈদুল আজহার শুভাশিস গ্রহণ করো। 

আশা করি সবাই ভালো আছো এবং কাঙ্ক্ষিত ঈদের দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো! সেটাইতো স্বাভাবিক! তোমাদের প্রতি জানাচ্ছি কিশোরকণ্ঠ পরিবারের পক্ষ থেকে ঈদ মুবারক।

ঈদুল আজহার শিক্ষাই হলো আত্মত্যাগের শিক্ষা। কুরবানির শিক্ষা। ঈদুল আজহার এই শিক্ষায় আমাদের দৈনন্দিন জীবনযাপন প্রবাহিত হোক। সকল কর্ম প্রবাহে এই শিক্ষার আলো প্রতিফলিত হোক। তাহলেই সার্থক হবে ঈদুল আজহাকেন্দ্রিক  আমাদের সকল কর্মতৎপরতা। ঈদুল আজহার প্রকৃত শিক্ষার দ্যুতি ছড়িয়ে পড়–ক ব্যক্তি, সমাজসহ সকল স্তরে। এটাই মহান রাব্বুল আলামীনের কাছে আমাদের একান্ত কামনা।

ঈদের দিনে আমরা যেমন সকলেই এক হয়ে যাই, ধনী-গরিব সবাই মিলে একই কাতারে ঈদের নামাজ আদায় করি তেমনি ঈদের এই শিক্ষা ও আমেজ আমাদের মাঝে যেন গোটা বছরই বিরাজ করে। 

ঈদের খুশি থেকে আমাদের চারপাশের কোনো বন্ধুই যেন বঞ্চিত না থাকে, সেই দিকে খুব বেশি করে খেয়াল রাখতে হবে। 

ঈদ বয়ে আনুক সবার জীবনে খুশির জোয়ার। ঈদ হয়ে উঠুক আমাদের জন্য ভালোবাসার মিলনমেলা। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ ও সুন্দর থেকো আল্লাহর রহমতে। 

আজ এ পর্যন্তই!

ঈদ মুবারক মা’য়াসসালাম। 

আল্লাহ হাফিজ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ