
আশা-প্রত্যাশার মূর্তপ্রতীক
কবিতা ওয়াহিদ আল হাসান সেপ্টেম্বর ২০২৩
জন্ম যদি হতো রাসূল কালে
আলতো ছোঁয়ায় পেতাম চুমা গালে
জীবদ্দশায় না দেখাটার জ্বালা
হৃদয় মাঝে বাড়ছে কষ্ট মালা।
তোমায় দেখার খায়েশ বাড়ে দিন দিন
সেই আশাতে বুকটা করে চিন চিন
ক্ষণিক স্বপ্নে হলেও এসো একবার
দেখে মনের ব্যথা হবে ছারখার।
কালহাশরে হাউজে কাওসার পানি
রবের দয়ায় দেবে তুমি জানি
দো-জাহানের জীবন হবে ধন্য
পরম সুখের স্বর্গে হয়ে গণ্য।
আরও পড়ুন...