আবার আমি ছোট্ট হবো

আবার আমি ছোট্ট হবো

ছড়া-কবিতা সায়ীদ আবুবকর আগস্ট ২০২৩

আবার আমি ছোট্ট হবো,

ছোট্ট আগের মতো

হালুম বলে ভয় দেখাবো

জ্যান্ত বাঘের মতো।


তাই দেখে মা রান্না ফেলে

উঠবে বলে, “দস্যি ছেলে!”

বলেই বুকে জড়িয়ে নিয়ে

করবে মিছে রাগ,

বলবো আমি, “ভয় পেয়ো না,

আমি তো নই বাঘ।”


দিনের শেষে নামবে যখন রাত

ভয়ে ধরে থাকবো মায়ের হাত।

মা আমাকে ঘুম পাড়াবে,

দৈত্যদানো ভূত তাড়াবে

সারাটা রাত জেগে;

সারা মুখে থাকবে আমার

মায়ের আদর লেগে।


মায়ের আদর থাকলে গায়ে

ছুটতে পারি বীরের পায়ে,

বাঘ আসুক কি দৈত্য আসুক

কীসের করি ভয়

আলেকজান্ডার হয়ে পারি

বিশ্ব করতে জয়।


ইটপাথরের এই শহরে আজ

শুনতে যে পাই দানবের আওয়াজ।

যমের মতো দানব, ও মা,

খৈ-এর মতো ফোটায় বোমা, 

বাঁচাও বাঁচাও করছে মানুষ,

মরছে শ-য়ে শ-য়ে;

মাগো, আমার ঘুম আসে না,

যাই যে জমে ভয়ে! 


মৃত্যু ক্ষুধা যুদ্ধ জরা

দুঃশাসনে জীবন ভরা;

পাথর হয়ে গেলাম শোকে,

ভয়ে পুরো জড়

আবার আমি ছোট্ট হয়ে

তোমার কোলে যাবো রয়ে,

আর হবো না বড়।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ