অনুশীলন

অনুশীলন

অনুশীলন এপ্রিল ২০২০



প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। আল্লাহ হাফিজ।
তোমাদেরই পরিচালক ভাইয়া।

ফেব্রুয়ারি ২০২০ মাসের ছড়া

“বোশেখ এলে থর থরিয়ে
কেউবা কাঁপে ভয়ের চোটে
কেউবা হাসে খিলখিলিয়ে
বুকে যাদের সাহস ছোটে।”

বোশেখ এলে মিষ্টি রোদে
ভরে সবার মন,
বোশেখ এলে আম কুড়াতে
কাটে সারাক্ষণ।

বোশেখ এলে টগবগিয়ে
কাঁপে সকল মাঠ,
চাষি বলে কাজটা রেখে
জিরিয়ে নেয়া যাক।

মোহাম্মদ হাছান
রায়পুর, লক্ষ্মীপুর

আরো যাদের লেখা
ভালো হয়েছে

মো: ইয়াছিন আরাফাত, ডিমলা, নীলফামারী; হাবিব রাশেদ, সোনাইমুড়ী, নোয়াখালী; মেহেদি হাসান হৃদয়, নোয়াখালী; মিরাজ হোসেন, রায়পুর, লক্ষ্মীপুর; মাহাবুব আলম, ছোট কাঁচনা, গোসাইরহাট, শরীয়তপুর; আশফাকুর রহমান নাইম, দৌলত মুন্সি বাইলেন, কৃষ্টপুর, সদর, ময়মনসিংহ; হাবিব রাশেদ, সোনাইমুড়ী, নোয়াখালী; মু. জাহিদ হাসান, পঞ্চগড় সদর, পঞ্চগড়।

এপ্রিল ২০২০ মাসের ছড়া

“আকাশ ভরা মেঘের মেলা
ঝমাঝম বৃষ্টি
বৃষ্টির ফোঁটা এমনি মোটা
যায় না দূরে দৃষ্টি।”
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ