ইচ্ছে করে
মুহাম্মাদ রিয়াজ উদ্দিন 313 views 0 comments
ইচ্ছে করে
মুহাম্মাদ রিয়াজ উদ্দিন
আমারও ইচ্ছে করে
স্কুলে গিয়ে পড়তে
বন্ধুদের সাথে নিয়ে
বইয়ের ঘ্রাণ নিতে।
ইচ্ছে করে বিকেল বেলায়
খেলার মাঠে গিয়ে খেলতে
কষ্টে আমার কাটে দিন
তবুও ভালো লাগে ভাবতে।
রাত পেরুলেই কাজ যে আমার
থাকব কিভাবে সুখে
খেলার সাথী কে হবে আমার
জীবন কাটছে যে দুঃখে।
যায় চলে যায় দিন রাত
থাকি সবাই বস্তিতে
কেউ না ফিরে তাকায়
আছি কিনা স্বস্তিতে।
আরও পড়ুন...