ঘৃণা

ঘৃণা

আলিফ রহমান comment 301 views comment 0 comments

পৃথিবীতে যতো গুনাহ রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুনাহ গুলোর একটি হচ্ছে হিংসা। হিংসা এমন একটি অপরাধ যা আপনার নিজের ধ্বংস ডেকে আনে।

পৃথিবী সৃষ্টির পূর্বেই হিংসার সূচনা। আল্লাহ তায়ালা যখন ইবলিসকে বললেন আদম (আ.)-কে সেজদা করো। কিন্তু ইবলিস আদম (আ.) কে সেজদা করলো না। কেন করলো না? হিংসা এবং অহংকারের কারণে।

পৃথিবী সৃষ্টির পর সর্বপ্রথম হত্যাকান্ডের ঘটনা ঘটলো হাবিল এবং কাবিলের মধ্যে। কাবিল হাবিলকে কেন হত্যা করলো? এর পিছনেও কলকাঠি নাড়ছে হিংসা।

হিংসা বিষয়টা এতোটাই কদাকার এবং জঘন্য যে, আপনি যদি একজন নবীর পুত্র হন তবু আপনাকে আক্রান্ত হতে হবে। হ্যা, আমি ইয়াকুব (আ.)-এর পুত্রদের কথা বলছি। আমি এমন কয়েকজন ভাইয়ের কথা বলছি যাদের ভাই তখনো নবী না হলেও নবী হওয়া সমস্ত গুণ তার মধ্যে বিদ্যমান রয়েছে। এরপরেও শুধুমাত্র হিংসার কারণে নিজের ভাইকে হত্যার মতো জঘন্য কাজ করার চেষ্টা করেছিলো। কারণ হিংসা তাদের নিয়ন্ত্রণহীন করে দিয়েছিলো।

হিংসা কখনোই ছোট কোন বিষয় নয়। এটাকে ছোট ভেবে এড়িয়ে যাবে না। আপনি হয়তো ভাবছেন এটা আমার একটা ছোট্ট অনুভূতি মাত্র। দু'দিন পর এমনি ঠিক হয়ে যাবে। না বিষয়টা কখনোই এমন নয়। এটা এমনি ঠিক হওয়ার বিষয় নয়। আজকে যেটা সাধারণ অনুভূতি ভেবে এড়িয়ে যাচ্ছেন কয়েকদিন পর এটি আপনাকে ভয়ংকর বিপদে ফেলে দিতে পারে। আপনার একটু অবহেলার কারণে আপনার জীবনকে ধ্বংস করেও দিতে পারে।

ইমাম হাসান (রা.) বলেন, আমি হিংসুকের চেয়ে এমন আর কোন পাপীকে দেখিনি, যাকে দেখতে ক্ষতিগ্রস্তদের মতো দেখায়।

সাধারণত কেউ ক্ষতি করলে অন্য একজন তার এই ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু হিংসার ক্ষেত্রে ক্ষতিকারী নিজেই নিজের ক্ষতি করে। অর্থাৎ যে হিংসা করছে সে নিজেই ক্ষতিগ্রস্ত।

হিংসা মানে এই না যে আমি আমার উন্নতি চাই। বরং হিংসা মানে হচ্ছে, আমি আপনার ক্ষতি চাই।

পরীক্ষায় কেউ ভালো রেজাল্ট করেছে? তখন আমি এটা চাইনা যে আমার ভালো রেজাল্ট হোক। বরং আমি চাই যে আমার ভালো রেজাল্ট হোক এবং ওর খারাপ রেজাল্ট হোক।

আপনার অফিসে আপনার এবং আপনার সহকর্মীর প্রমোশন হয়েছে কিন্তু আপনি মোটেই খুশি নন। কারণ আপনার প্রোমোশন হয়ে আলহামদুলিল্লাহ, আপনার সহকর্মীর কেন হবে?

অর্থাৎ আপনি শুধু নিজের সফলতাই চান না। বরং আপনি আশা করেন যেন আপনার প্রতিবেশি, আপনার আত্মীয়, বন্ধুবান্ধব তারা যেন ক্ষতিগ্রস্ত হয়। তারা ক্ষতিগ্রস্ত হলে যে আপনার লাভ হবে এমন নয়। তবুও আপনি চান। হ্যা! এটাই হিংসা।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ