আগের মানুষ - সোহানুল ইসলাম

আগের মানুষ - সোহানুল ইসলাম

Md. Farhan Rahman comment 275 views comment 0 comments

একদিন এক রাতে একজন লোক যাচ্ছিলেন বনের রাস্তা ধীরে। খুবই অন্ধকার। তাই ঠিকভাবে
কিছুই দেখা যাচ্ছেনা। তাই সে  খুব দ্রæত হাটছে যেন সে খুব  জলদি বাড়ি  পৌঁছাতে পারে। 

হাটতে হাটতে সে খুবই অবাক হয় সামনে নদী।  এমন তো কথা নয়।  সে যাবে বনের পাশে
তার বাড়ি, তো এখানে নদী, তাই সে বুঝতে পারছেনা যে তার এখন কী করা উচিৎ। সে নদী পার
হলো সাতরে।  তারপর দেখলো একটি ঘর।  সেখানে দেখলো আলোর ব্যবস্থাও আছে। সে ওখানে
রাত  কাটানোর পরিকল্পনা করে।  এবং বাড়ির সামনে গিয়ে  ডাকতে থাকে "কেউ আছে?" একজন
লোক বের হয়ে আসে। তিনি খুবই বৃদ্ধ। বলে" কে? কেনো ডাকছিস আমায়?"
লোক: আসলে আমি পথ হারিয়েছি। ভাবছি রাত এখানে থেকে সকালে চলে যাবো।
বৃদ্ধ লোক: তাই তবে এসো। তারপর সে ঘরে ঢুকে দেখে যে সেখানে সবই কাঠের ও মাটির তৈরি
সে অবাক হয়ে বলে এসব মাটির কেন?
বৃদ্ধ: আমি গরিব নিজ হাতে তৈরি করে ব্যবহার করছি। আমার কি সামর্থ আছে?
লোক: কেন সামর্থ নেই?
বৃদ্ধ: আমার যে কেউ নেই। সবাই আধুনিক জাগতে চলে গেছে।
লোক: আপনি যাননি কেন?
বৃদ্ধ: আমি যাবো কিভাবে,  আগে মানুষ  গুহায় থাকতো।  বায়ু দূষণ, মাটি দূষণ হতো না।  মাটির
পাত্রে  খাবার অথবা  কাজ  করতো কোন  কিছু দূষণ হতো না।  পলিথিন ছিল না পানি, মাটি, বায়ু
দূষণও হতো না। “আচ্ছা ঐ সব বাদ দেই। এই নাও খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ো।”
সে শুয়ে পড়লো এবং ভাবতে থাকলো "এসবকি সত্যি?"
এসব নিয়ে চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়লো।
           (সংক্ষিপ্ত)

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ