তোমাদের কবিতা
Home তোমাদের কবিতা
হেমন্তকাল এলেই সুপদ বিশ্বাস
সবার মাঝে খুশি যে ঢের
শরৎ শেষে হেমন্ত ফের
আসলো ফিরে দেশে,
আমন ধানের সোঁদা গন্ধ
যাচ্ছে যেন ভেসে।
এলোমেলো নীরদ ভাসে
আলোর মাঝে দারুণ হাসে
বেড়ায় আকাশ জুড়ে,
শ্বেতবলাকা ডানা মেলে
যাচ্ছে...