ফেব্রুয়ারি ২০২৩ সংখ্যার শব্দধাঁধা
পাশাপাশি: ১. একজন ভাষাসৈনিক
৪. সহযোগী, সহায়তাকারী ৫. লজ্জাশীল, মুখচোরা ৮. শক্ত, কঠিন, পারদর্শী।
উপর-নিচ: ১. ১৯৫২ সালের ২১ তারিখে শহীদ হওয়া একজন সৈনিক ২. একটি দৈনিক পত্রিকা ৩. উত্তরবঙ্গের একটি জেলা ৬. বেশির বিপরীত ৭. বড় বোন।
শব্দধাঁধা নভেম্বর ২০২২ সংখ্যার
সঠিক উত্তরদাতা
যশোর : জান্নাতুল ফেরদাউস, জুবায়ের হোসেন, ফয়সাল আহম্মেদ মুরাদ, সদর।
কুমিল্লা : আবদুর রহমান সামিউন, সামিয়া সুলতানা সুরহিয়া, সামিয়া তাবাচ্ছুম, আবু সাঈদ, সদর।
গাইবান্ধা: আশরাফুল ইসলাম, তারামন আক্তার, ফয়সাল মাহমুদ, চান মিয়া, সদর।
চট্টগ্রাম : যোবাইর হোসাইন, সাজিদুল করিম, ইরফানুল করিম সাজ্জাদ, মুহিবুল্লাহ, আসিকুল ইসলাম শোয়াইব, রাকিবুল হাসান, সুমাইয়া আজাদ আদ্রিবা, ইশআতি মাশরুরা সেহা, মানসুরা শায়েকা, ওয়াকিয়া নাওয়ার নুদরা, সুমাইয়া আক্তার ছামিরা, উজাইর মারুফ, মেহেদী হাসান ইমরান।
ফেনী : মো: মারুফ আজিজ, শাহজালাল, নাজিমুল হক, শাকিব আল হাসান সৈকত, রাকিবুল হাসান, জাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম সোহান, মেহেরাজ হোসেন সালমান, নুর হাসান বাপ্পি, তামিম ইকবাল জনী, ইমাম হোসেন জিয়া, আবদুল খালেক ছাব্বির, এনায়েত উল্লাহ, মাহমুদুল হাসান মারুফ, ইমাম হোসেন ওমর, নুর আফছার, হামদান আল মাহমুদ, কামরুল হাসান, হাসান, আশরাফ উদ্দিন হৃদয়, আব্দুল হামিদ ওয়াছি।
সুনামগঞ্জ : সালমান হোসাইন সাইফ, সাকিফ হোসাইন সাদ।
বরিশাল : মো: মৃদুল হাসান নিশাত, তাওহীদুল ইসলাম সিফাত।
টাঙ্গাইল : মাজহারুল ইসলাম, ইয়াদি হাসান ফাহিম, তানভীর রহমান রাকিব।
নওগাঁ : সাহেদুজ্জামান শাহির, মাশরাফি মাহী, হাবিবুল বাশার।
খুলনা : আব্দুল্লাহ আল কাফি, মিনহাজ উদ্দিন আহমেদ, তাজ ইসলাম, তাজু আফরিন।
বগুড়া : জুনাইনা আলিজা জলিল, জাইয়্যান আশরাফ, ছাবিত আহসান।
চাঁপাইনবাবগঞ্জ : ফাহিম আফতাব, আব্দুল্লাহ আল মাহফুজ, সিফাতুল্লাহ।
ময়মনসিংহ : মোস্তাফিজুর রহমান সাকিফ, মৌরিন জাহান, মোস্তাকিম ইসলাম ফারদিন, তাহমিনা আক্তার মীম।
কুড়িগ্রাম : আশরাফুল আলম, কাজলি আক্তার সোহাগ, রাহান কবির।
ঢাকা : আবদুল আহাদ তানজিম, শাফিন শাহরোজ, উনাইসা আরিফুয ইসলাম, কাবির হোসেন কিয়াস।
অন্যান্য জেলাসমূহ : রেদওয়ানুল বারী রাহাত, জয়পুরহাট; নাজমুস সাকিব নুহান, লালমনিরহাট; শোয়াইব হাসান, দিনাজপুর; সামিয়া আলম, মৌলভীবাজার; শাওন সরকার সাজিদ, রংপুর; আইনুল হক অয়ন, বাগেরহাট; সিয়াম হোসেন অনিক, নোয়াখালী; হাবীব আদনান, রাজশাহী; তাসলিমা আক্তার মাহি, কক্সবাজার; মো: মাসুম, জামালপুর; উসরাত আফিফা সিলমী, গাজীপুর; শিহাব শেখ নড়াইল; লতিফুর রহমান, ঠাকুরগাঁও; ফাহিম হোসেন, সাজ্জাদ আল ফাহিম, নাঈম প্রধান, পঞ্চগড়; ফয়সাল আহমদ, কুমিল্লা; ওবায়েদ উল্লাহ, চাঁদপুর; শিহাব উদ্দিন, নোয়াখালী; সাইদুর রহমান নাঈম, ময়মনসিংহ; তাসফিয়া বিনতে আলী, তাওফিকুর রহমান, আবদুল্লাহ আল মাহমুদ।
নভেম্বর ২০২২ সংখ্যার পুরস্কারের জন্য মনোনীত যারা
১. জান্নাতুল ফেরদাউস, অভয়নগর, যশোর
২. আবদুর রহমান সামিউন
মনোহরগঞ্জ কুমিল্লা
৩. আশরাফুল ইসলাম, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
৪. যোবাইর হোসাইন, চান্দগাঁও, চট্টগ্রাম
৫. মো: মারুফ আজিজ, সোনাগাজী, ফেনী
শব্দধাঁধা নভেম্বর ২০২২ সংখ্যার সমাধান