Home ছড়া-কবিতা ভাষার দাবি -হাবীব আদনান

ভাষার দাবি -হাবীব আদনান

একুশে ফেব্রুয়ারি বাংলা
মাতৃভাষার দাবিতে,
বহু বাঙালি শহীদ হন
পুলিশের গুলিতে।
রক্তে বাংলার রাজপথ
হয় রঞ্জিত,
চারিদিকে শুধু বাংলা ভাষাই
হয় আবৃত।
সবার মাঝে একটাই আশা,
বাংলা চায় রাষ্ট্রভাষা।
কখন বাংলা
হবে রাষ্ট্রভাষা,
আর কখন মিটবে
সকলের আশা।
বহু ত্যাগের মধ্য দিয়ে
বাঙালি পেয়েছে মাতৃভাষা,
উর্দুকে উপেক্ষা করে
বাংলা হয়েছে রাষ্ট্রভাষা।
শহীদদের এই
অসমাপ্তি ঋণ,
ভুলবে না বাঙালি
আর কোনো দিন।

SHARE

Leave a Reply