Home নিয়মিত আমাদের কথা মধুর ভাষা বাংলা ভাষা

মধুর ভাষা বাংলা ভাষা

প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।

আবারো ফিরে এলো আমাদের মাঝে ঋতুরাজ বসন্তের সাথে বাংলা ভাষার মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মানেই রক্তঝরা এক মাস। বাংলা ভাষার বিজয়ের মাস। ভাষার মর্যাদা প্রতিষ্ঠার মাস।
একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের সেই কথাটিই বারবার স্মরণ করিয়ে দেয়। ফেব্রুয়ারি এলেই আমাদের সামনে ভেসে ওঠে ভাষার জন্য যারা সংগ্রাম করেছেন তাঁদের সাহসী ও সংগ্রামী মুখ। আমরা তখন আবারও ফিরে যাই স্মৃতি জাগানিয়া ১৯৫২-এর সেই উত্তাল ও উজ্জ্বল ইতিহাসের দিকে।
ভাষার জন্য রক্ত দিতে হয়েছে, শাহাদত বরণ করতে হয়েছে, সইতে হয়েছে হাজারও নির্যাতন-উৎপীড়ন–তবুও শেষ পর্যন্ত বাংলা ভাষারই বিজয় হয়েছে। এই বিজয় আমাদের জন্য যেমন গর্বের, তেমন রক্ত ঝরার বেদনারও। প্রশান্তি এখানেই যে, বাংলা ভাষা আজ শুধু রাষ্ট্রীয় ভাষারই মর্যাদা অর্জন করেনি, এই ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবেও মর্যাদা লাভ করেছে বিশ্বদরবারে। এটা আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয়।
কবির ভাষায়-
“বাংলা ভাষা মাতৃভাষা
মধুর ভাষা বেশ
এই ভাষাতে স্বপ্ন দেখি
গড়বো বাংলাদেশ॥”
বাংলা ভাষার মর্যাদা রক্ষা করার দায়িত্ব ও কর্তব্য আমাদেরই। আমরা যেকোনো মূল্যে আমাদের প্রাণের ভাষা, মাতৃভাষা, বাংলা ভাষার মর্যাদা সকল সময় সমুন্নত রাখবো ইনশাআল্লাহ।
ফেব্রুয়ারি মানেই ফুল ফোটানো বসন্ত দিন। এই কোমল বসন্ত দিনে তোমাদের জন্য রইলো অজস্র ফুলেল শুভেচ্ছা।
আজ এই পর্যন্তই।
আল্লাহ হাফিজ।

SHARE

Leave a Reply