Home তোমাদের কবিতা হিমেল শীত -মেহেদী হাসান ইমন

হিমেল শীত -মেহেদী হাসান ইমন

হেমন্তকে বিদায় দিয়ে
শীত এসেছে দেশে
শীতের বুড়ি আসলো ধেয়ে
হালকা হাওয়ায় ভেসে।

মনের সুখে ঠান্ডা বিলায়
নেই যে তাড়াহুড়ো
শিশু থেকে বৃদ্ধ সবাই
ভয়ে জড়োসড়ো।

পুঁটলি ভরা শিশির কণা
ঢালে সবুজ ঘাসে
রোদের আলো পড়লে সেথা
খিলখিলিয়ে হাসে।

SHARE

Leave a Reply