প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম।
আশা করি ভালো এবং সুস্থ আছো। এবারও একটি কবিতার প্রথম অংশটি দেওয়া হলো। এর বাকি অংশটুকু লিখে দ্রুত পাঠিয়ে দাও। প্রিয় বন্ধুরা, তোমরা আরও বেশি বেশি করে অনুশীলনে অংশগ্রহণ করবে। কারণ- অনুশীলন বিজয়ী বন্ধুর ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। লেখার সাথে অবশ্যই মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ নাম-ঠিকানা দেবে। আল্লাহ হাফিজ। তোমাদেরই পরিচালক ভাইয়া
জানুয়ারি, ২০২৩ মাসের ছড়া
“নিজের ভুল আগে দেখো
পরের ভুল পিছে থাক,
পরখ করে দেখতে পারো
ঠিক আছে কি নিজের নাক।”
অক্টোবর, ২০২২ মাসের ছড়া
“আমার দেশের পলল মাটি
সোনার চেয়েও অধিক খাঁটি।”
আমার দেশের ফুলের গাছে
শত বকুল গোলাপ ফোটে
ফুলের গন্ধে পাখিরা সব
এ ডাল থেকে ওডাল ছোটে।
আমার দেশের নদীর ঢেউয়ে
চিংড়ি ইলিশ নাচন তোলে
তাইনা দেখে জেলে ভাইয়ের
মুখে সোনার হাসি দোলে।
আমার দেশের রূপের রাশি
কে বলেছে হয় বাসি?
তাইতো আমি প্রাণের চেয়ে
আমার দেশকে ভালোবাসি।
সাবিহা নওশীন রিফা
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
আরো যাদের লেখা
ভালো হয়েছে-
নাছির আহমেদ, লাকসাম, কুমিল্লা; ইমন হোসেন, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা; আরাফাত আল সামি, মতলব দক্ষিণ, চাঁদপুর; ফিরোজ বিন রেজাউল, ঝিকরগাছা, যশোর; মাহমুদুল হাসান, সদর, সিরাজগঞ্জ; ফেরদৌস জামান, তেঁতুলিয়া, পঞ্চগড়; জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর, জামালপুর; সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম, কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; আরিফুর রহমান আদিব, সদর; নরসিংদী; নাঈমুল হাসান তানযীম, যাত্রাবাড়ী, ঢাকা; পারভেজ অমি, কালিগঞ্জ, সাতক্ষীরা; মতিউর রহমান মিয়াজি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ওসমান গণি, রামু, কক্সবাজার।