হিমেল হাওয়ায় গীত গেয়ে যায় শীত
শীতসকালে নেই তো মজা রসের বিপরীত।
উঠলে গাছি গাছে
মন খুশিতে নাচে
রসের হাঁড়ি- তাজা রসের খুশবু ছড়ায় মিঠে
তৈরি ভাপাপিঠে।
গরম রসের ভেজা পিঠা
নেই তুলনা তার,
এমন মজা যায় না পাওয়া
শীতটা গেলে আর।
শীতসকালে তাই পেতে চাই রস
লোভনীয় ভাপাপিঠা রসভেজা টসটস।