Home ছড়া-কবিতা শীত সকালে -মুহাম্মদ ইসমাঈল শীত সকালে -মুহাম্মদ ইসমাঈল January, 2023 শিশির ভেজা শীত সকালে ভাঙে যখন ঘুম মিষ্টি রোদের সূর্যি মামা দেয় যে তখন চুম। দূর্বাঘাসে শিশির কণা মুক্তা মালার মতো স্রষ্টা যিনি এসব কিছু রহস্য তার যতো। শীতকে নিয়ে চিন্তা আমার কেমন জানি যাবে গরিব-দুঃখী ভুখা নাঙ্গা কী করে যে খাবে!