Home ছড়া-কবিতা শীত এসেছে -আয়িশা জান্নাত আনিসা

শীত এসেছে -আয়িশা জান্নাত আনিসা

শীত এসেছে প্রকৃতিতে শীত এসেছে বঙ্গে
নানান পিঠা পুলির বাহার এনেছে তার সঙ্গে।
শীতটা এলে আমার এদেশ সাজে নতুন ঢঙ্গে
হিমেল বায়ুর শীতল পরশ মেখে সারা অঙ্গে।

ঝড় ও বৃষ্টি পালিয়েছে শীত এসেছে বলে
অবকাশের এই ঋতুতে ঘুরবো দলে দলে।
হরেক রকম সবজি, ফুল-ফল শীত ঋতুতে ফলে
ট্যাংরা পুঁটি লুটোপুটি করে কাদা-জলে।

কারও জন্য শীতটা উপভোগের হয়ে আসে
কেউ বা আবার সর্দি জ্বরে খকখকিয়ে কাশে,
ধনী মানুষ এই সময়ে দারুণ সুখে হাসে
গরিব দুঃখী চরম শীতে দুখ সাগরে ভাসে।

SHARE

Leave a Reply