শীত লাগে গায়ে আর
শীত লাগে পায়ে,
এই শীতে যাই ছুটে
মাছ ধরা নায়ে।
মাছ ধরা নায়ে বসে
মাছ ধরা দেখি,
জেলেদের জীবনটা
অদ্ভুত সে কি!
সারাদিন টেনে যায়
কষ্টের জাল,
তবু নেই কারো চোখে
এক ফোঁটা ঝাল।
মিলেমিশে কাজ করে
মিলেমিশে খায়,
ঝড়ের ভেতর খোঁজে
বাঁচার উপায়।
ঠান্ডা বা শীত হোক
ভয় নেই মনে,
সাহসের পাল উঁচু
সব আয়োজনে।
আমি যদি জেলে হই
জাল ফেলে রোজ,
পাখিদের ডেকে দেবো
আনন্দ-ভোজ।