Home ছড়া-কবিতা ঝিরঝির কুয়াশায় -হেলাল আনওয়ার

ঝিরঝির কুয়াশায় -হেলাল আনওয়ার

ঝিরঝির কুয়াশায়
শির শির দেহখান
জবুথবু শীতে যেন
কাবু হয় জানখান।

সকালের রোদটুকু
অমৃত মনে হয়
পুবকোণে পিঠ পেতে
সকালটা কেটে যায়।

বাবাহারা তিতাসের
শীতে কালা মুখটা
বুক কাঁপে ঠান্ডায়
ছলছল চোখটা।

এই শীতে নেই তার
গরমের বস্ত্র
ঠক ঠক কাঁপে দেহ
শীতে সে ত্রস্ত।

নীল দেহে খিল লাগে
দেখে যাও সুখীজন
তিতাসের দুর্ভোগে
আসো সুখী জনগণ।

SHARE

Leave a Reply