শীত এসেছে গাছের পাতায়
আমলকীর ওই বনে
শিশির জমা দূর্বাঘাসের
রিক্ত সবুজ মনে।
শীত এসেছে জেলে পাড়ায়
ন্যাংটো শিশুর গায়ে
জাল গায়ে তার ঘুম আসে না
তীব্র শীতল বায়ে।
শীত এসেছে পথের ধারে
মরণ কামড় দিয়ে
পেটের আগুন দ্বিগুণ জ্বলে
নিদহারা রাত নিয়ে।
পৌষালি শীত ধানের মাঠে
চাষির মুখের হাসি
ভরবে গোলা নতুন ধানে
স্বপ্ন রাশি রাশি।
পিঠে, পুলি, ফিরনি, পায়েস
ভরা রসের হাঁড়ি
গ্রাম বাংলার শীতের সকাল
মিষ্টি মধুর ভারি।