Home ছড়া-কবিতা জোছনা ভরা রাত -জাকারিয়া আল হোসাইন

জোছনা ভরা রাত -জাকারিয়া আল হোসাইন

দূর আকাশে মেঘের দেশে
চাঁদ মামাটা মুচকি হেসে
বলছে আমায় ডেকে,
কইরে তোরা আয়রে ছুটে
স্নিগ্ধ সুবাস নেরে লুটে
আমায় দেখে দেখে।

গাছের ডালে পাতার মেলা
ঝলমলিয়ে করছে খেলা
ঝিঁঝিঁপোকার ডাক,
কলকলিয়ে নদীর পানি
আসছে ঘাঠের নৌকা খানি
ছাড়ছে মাঝি হাঁক।

চাঁদের আলোয় জগৎ ভরা
কেটে গেছে নিশির জরা
ছুটছে ফুলের ঘ্রাণ,
যাচ্ছে দেখা অনেক দূরে
ভাসছে মনটা নানান সুরে
ভরলো যে এই প্রাণ।

SHARE

Leave a Reply