Home তোমাদের কবিতা ঋতু বদল -মাহমুদা সিদ্দিকা

ঋতু বদল -মাহমুদা সিদ্দিকা

আকাশ আমায় ডাকলো বুঝি
মুখ বাড়িয়ে নিচে
হেসে হেসে দিলাম সাড়া
শরীর গেল ভিজে।

বৈশাখ গেল জ্যৈষ্ঠ গেল
গেল আষাঢ় মাস
আলু বেগুন কলা মুলা
হয়নি করা চাষ।

ভাদ্র গিয়ে আশ্বিন এলো
শরতের-ই খেলা
নীল আকাশে চেয়ে দেখি
সাদা মেঘের ভেলা।

নদী তীরে কাশফুলে
দখিন হাওয়া বয়
হেলেদুলে কাশফুলে
মনের কথা কয়।

আশ্বিন গিয়ে কার্তিক এলো
হিম বুড়িকে নিয়ে
হিম বুড়িটা সাজবে এবার
চাদর গায়ে দিয়ে।

SHARE

Leave a Reply