Home তোমাদের কবিতা হেমন্তকাল এলেই সুপদ বিশ্বাস

হেমন্তকাল এলেই সুপদ বিশ্বাস

সবার মাঝে খুশি যে ঢের
শরৎ শেষে হেমন্ত ফের
আসলো ফিরে দেশে,
আমন ধানের সোঁদা গন্ধ
যাচ্ছে যেন ভেসে।

এলোমেলো নীরদ ভাসে
আলোর মাঝে দারুণ হাসে
বেড়ায় আকাশ জুড়ে,
শ্বেতবলাকা ডানা মেলে
যাচ্ছে কোথায় উড়ে।

ধানের শীষের ডগা যত
মাটির কাছে থাকবে নত
শিশির এসে জমে,
হেমন্তকাল এলেই যেন
চাষির দুঃখ কমে।

নতুন চালের পিঠা-পায়েস
খেয়ে সবাই মিটায় আয়েশ
তৈরি মায়ের হাতে,
খোকাখুকু খায় খুশিতে
ঘ্রাণ ছড়াবে তাতে।

SHARE

Leave a Reply