জীবনের একটি ফুল
আমাদের জীবনে আমরা সবাই ভালোটাকে বেছে নেই। একটি ফুল গাছের ভালো ফুলটাকেই সবাই পছন্দ করে। তেমনি আমার জীবনে কিশোরকণ্ঠ এমন একটি ফুল যা আমার জীবনকে বিকশিত করছে। যদিও আমি সনাতন ধর্মী তবুও এই বইয়ের প্রতিটি লেখা আমার মন কেড়ে নেয়। তাই কিশোরকণ্ঠ আমার জীবনে শিক্ষার একটি অমূল্য ফুল হয়ে বেঁচে থাকবে চিরকাল।
অনিন্দ কুমার দাস, কামারগ্রাম, বোয়ালমারী, ফরিদপুর
কিশোরদের কিশোরকণ্ঠ
বর্তমান সমাজ কিশোর অপরাধে পরিপূর্ণ। তাই কিশোরদের আলোর পথে নিয়ে আসার ুমোক্ষম উপায় কিশোরকণ্ঠ বই পড়া। তাদের মতো নানান কিশোরদের লেখালেখি তাদেরকে বই পড়ার দিকে আকৃষ্ট করে তুলবে। তাই সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার জন্য প্রত্যেক কিশোরের কাছে এই কিশোরকণ্ঠ বই পৌঁছে দিতে হবে। এই বই পড়ে তারা তাদের অবস্থান নির্ণয় করতে পারবে। এভাবে তারা আদর্শ সমাজ গড়ে তুলতে সক্ষম হবে। অতএব, সমাজে আর কোনো কিশোর অপরাধ গড়ে উঠবে না।
হাবীব আদনান, বাঘা, রাজশাহী
অনুপ্রেরণার বন্ধু
কিশোরকণ্ঠ আমার জীবনের অন্যতম বন্ধু। আমি যখনই কিশোরকণ্ঠকে হাতে পাই তখনই আমার মন আনন্দে ভরে যায়। প্রতি মাসেই অধীর আগ্রহে অপেক্ষা করি তোমার জন্য। আজকের সমাজে অপসংস্কৃতির হাত থেকে বাঁচতে তোমার গুরুত্ব অপরিসীম। যখন থেকেই তোমাকে হাতে পেয়েছি জ্ঞান বিজ্ঞানের, কুরআন হাদিসের নানান বিষয় জানতে পেরেছি। ব্যর্থ হওয়ার পরে সফল কীভাবে হতে হয় সেটাও তোমার কাছে শিখেছি। নিজের মনকে আনন্দ দিতে তোমার সাহায্যের তুলনা হয় না। আমি তোমাকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সাথে রাখতে চাই। অনুপ্রেরণার বন্ধু, দীর্ঘজীবী হও, তোমার জন্য শুভকামনা রইলো।
ফাতিমা মিজান মুমতাহিনা, পানপট্টি, গলাচিপা, পটুয়াখালী
তুমিই সেরা
প্রত্যেক মাসেই আমি তোমার জন্য অধীর আগ্রহভরা মন নিয়ে অপেক্ষার প্রহর গুনি। কারণ তুমিই আমার জীবনের সেরা পত্রিকা এবং সেরা বন্ধু। গ্রীষ্মের দাবদাহে একজন ক্লান্ত-শ্রান্ত পথিকের কাছে এক গøাস ঠান্ডা পানি যেমন অমৃত, ঠিক তেমনই তুমিও আমার কাছে জ্ঞানের অমৃত হ্রদ। আমরা সবাই একদিন এই জ্ঞানের আলোয় আলোকিত হয়ে জ্বলে উঠব। ইনশাআল্লাহ।
মারুফুল ইসলাম, সোনামুখী, ইসলামপুর, জামালপুর