একদিন মন্টু একটি জীর্ণশীর্ণ গাড়ি নিয়ে যাচ্ছিল, হঠাৎ ট্রাফিক ধরে ফেলল।
ট্রাফিক : তোর গাড়ির ব্যাকলাইট নষ্ট, বাম্পার ঝুলে আছে, সামনের চাকাও বদলাতে হবে! দে পাঁচ হাজার টাকা দে।
মন্টু : স্যার শুরু করেন, এক্ষুনি দিচ্ছি। গ্যারেজওয়ালা ১০ হাজার চেয়েছিল।
শাহ আলম উসমান, বিয়ানীবাজার সরকারি কলেজ, বিয়ানীবাজার, সিলেট
মা : কিরে, কী করছিস?
ছেলে : মা, বই পড়ছি।
মা : তাহলে বইয়ের ভেতরে কিসের আলো?
ছেলে : আরে মা, এটা তো শিক্ষার আলো।
তাহমিদ ফুয়াদ, ইসলামপাড়া, বিরামপুর, দিনাজপুর
এলাকার সুইমিংপুল নির্মাণ করার জন্য চাঁদা তোলা হচ্ছে। রিংকুদের বাড়িতেও চাঁদা চাইতে এসেছে পাড়ার ছেলেরা। রিংকু তার বাবাকে বলল, ‘বাবা, পাড়ার ছেলেরা নতুন একটা সুইমিংপুল তৈরি করার জন্য চাঁদা চাইতে এসেছে।’ এই কথা শুনে রিংকুর বাবা বললেন, ‘ওদের এক মগ পানি দিয়ে বিদায় করে দে!’
আনিকা জান্নাত মিতু, গোলাপগঞ্জ, সিলেট
এক পাগল পুলের ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখলো পানিতে চাঁদের ছায়া। পাশে একটি লোককে জিজ্ঞেস করলো, এটা কী?
লোক : চাঁদ।
পাগল : আমি এত ওপরে কী করে উঠলাম।
আব্দুর রহমান রাফি, শিবনগর, কানাইঘাট, সিলেট
দুই বন্ধুর মাঝে কথোপকথন-
রফিক : হাসপাতাল থেকে অপারেশন না করেই পালালি কেন?
শফিক : দোস্ত, না পালিয়ে উপায় ছিল না!
রফিক : তাই বলে একেবারে অপারেশন টেবিল থেকে! এমন কাপুরুষতা করলি কেন?
শফিক : নার্স শুধু বারবার বলছিল, ছোটো অপারেশন, ভয়ে কাঁপবেন না, স্যার! আল্লাহর ওপর ভরসা রাখেন! ভয় পাওয়ার কিছুই নেই।
রফিক : ভিতুর ডিম কোথাকার! নার্স তোকে এইসব বললো আর এতেই তুই ভয়ে পালিয়ে এলি?
শফিক : আরে আমাকে না, এসব বলছিল ডাক্তারকে।
মাসুম বিল্লাহ, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়