Home ছড়া-কবিতা সতর্কতা -মোতাব্বির হোসেন সতর্কতা -মোতাব্বির হোসেন November, 2022 যানবাহনের দুর্ঘটনায় কত মানুষ মরে, দেখে বুঝে চালাও গাড়ি প্রভুর নামটি ধরে। রাস্তাঘাটের পরিবেশটা নয়তো এখন ভালো, শান্তভাবে গমন করো মেলে চোখের আলো। বেপরোয়ায় ড্রাইভিং করা এক্সিডেন্টের কারণ, ট্রাফিক নিয়ম ভঙ্গ করা ভ্রমণকারীর বারণ।