Home ছড়া-কবিতা সকাল মানে -মল্লিক মাহমুদ

সকাল মানে -মল্লিক মাহমুদ

সকাল মানেই নতুন আলোর নদী,
গাঁও-শহরে বয় যে নিরবধি।
প্রজাপতি পাখনাতে ভর করে,
পুষ্প বনে ছড়ার আসর গড়ে।

আলতা মাখা লাল গোলাপের ঠোঁটে,
মৌমাছিরা দলে দলে ছোটে।
খুব যতনে প্রেমের চুমু এঁকে,
মধুর সুবাস নেয় শরীরে মেখে।

শিশির ভেজা সবুজ নরম চুলে,
ঘাস ফুলেরা পাপড়ি তাদের খুলে।
শিউলি খোঁপার অনিন্দ্য সুঘ্রাণে,
রঙিন আশার পুলক জাগে প্রাণে।

দোয়েল পাখির সুরের কারুকাজে,
উষ্ণ পরশ লাগে মনের ভাঁজে।
ভালোবাসার নীলাভ আকাশ জুড়ে,
সপ্ত রঙের স্বপ্ন ঘুড়ি উড়ে।

এই সকালেই পণ করে যাই পণ
ভালোর পথে চলবো আজীবন!

SHARE

Leave a Reply