ধান পেকেছে ধান
চাষির মুখে গান
আর ওদিকে কিষাণ বধূ
মুখ ভরে খায় পান।
আনন্দে ঝুরঝুর
গন্ধতে ভুরভুর
তাই ওদিকে পাড়ায় পাড়ায়
আত্মীয় ভরপুর।
হাঁটুজলের মাছ
করছে মাটি টাচ
ছেলেমেয়ে ধরতে এসব
নাচ জুড়ে দেয় নাচ।
শিউলি, ছাতিম ফুল
মন করে আকুল
হেমন্তের এই আবেশ নিতে
তাই করে না ভুল।